Meher Amzad

আর কতদিন
-মেহের আমজাদ
কতদিন রং তামাশায় মেতে রবে তুমি
আর কতদিন
গোগ্রাসে গিলছে গেলো নিষিদ্ধ বারুদ
ওগলাতে হবে একদিন
ঠিক সময় বলে দেবে ।
মেতে থাকো পলাতক গ্লানি নিয়ে
এই লুকোচুরি খেলা ভাঙ্গবেই একদিন
উড়ে আসা আকালের ক্ষুদিত শকুন
খুবলে খেয়ে সাধ মিটিয়ে চলে গেলে।
লোকালয়ে এসে এই কলংকিত মুখ
তখন দেখাবে কি করে !
নিজেকে আড়াল করে লুকাবে আর কতদিন
ফেরারী জীবন নিয়ে ?
মুখোশ আর মেকাপের আবরণে ঢাকবে
আর কতদিন —- আর কতদিন।

# # # # # # # #
ছবি-সংগৃহিত
মেহের আমজাদ
মেহেরপুর,বাংলাদেশ।
তারিখঃ -১২-০৫-২০২২

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *