Meher Amzad

আবার কি ফিরে পাবে!
-মেহের আমজাদ
এক সময় ছিলো তো সব
ছিলো আনন্দ উৎসবে ভরা সুবর্ণ সময়।
শৈশব হারিয়েছো কৈশর হারিয়েছো
নিজের ভুলে যৌবনে হারালে
মায়ের আঁচল বাবার স্নেহ
হয়ে গেলে নিখোঁজ,
তন্ন তন্ন করে খুঁজে অবশেষে দেখালে
কলংকিত মুখ
চিনলেনা আর আগের মত
বদলিয়ে ফেললে তোমার স্বরূপ।
তারপর ফিরলো যখন তোমার চেতনাবোধ
তখন উন্মাদের মত অসহায় হয়ে
দেখালে বিধ্বস্ত মুখ।
ক্ষুধার্ত রাবনের কাছে বিশ্বাস রেখে
চিতায় শুয়ে কোথায় ছিলে এতোদিন ?
সব হারিয়ে এখন খোঁজ অস্বিত্বের শিকড়
যে শিকড় স্বমূলে উপড়ে নিয়ে গ্যাছো চলে
আবার কি ফিরে পাবে!
পাবে কি নিরাপদ আশ্রয় ?

# # # # # # # # # #
মেহের আমজাদ
মেহেরপুর,বাংলাদেশ।
১১/০৫/২০২২

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *