আত্মবিধি।
সাইফুদ্দীন।
বিয়ানীবাজার সিলেট।
কোনো এক নির্জন রজনী
উঠোনে শিউলির বাতাশে আচ্ছাদিত কবিতা এক…
আলোছাড়া ভাসিয়ে তুলেছে অবাধ্যতার সমুদ্র। তার পরও অলিখিত যৌবন, উন্মাদ ষাড়ের মতো- শব্দ ছড়িয়ে দিছে বাতাশে।
আমি আত্মসমর্থন ভুলে গিয়ে,
দৈনন্দিন আত্মহত্যার নোটবোক লিখে যাচ্ছি। অত এব এখন, আত্মবিধি ছড়িয়ে পড়বে সবখানটায়,
দৈনন্দিন আত্মহত্যা বেড়ে যাবে যৌবনে
কবি হয়ে যাবেন অকবি,
ধরিত্রি ধীরে ধীরে এগিয়ে ধংসের দিকে।