
মরণগন্ধী সরোবরে অবসন্ন শতদল
মোহাম্মদ শহীদুল্লাহ
ডুবে গেছে তরুণতাজা আবেগের মূর্ত পৃথিবী।
ভেসে গেছে অবসাদ দূরীকরণের নানামুখী প্রকল্পের মেমরি কার্ড,
আগুনপোড়া শহরতলীর বাইলেনে নিভে গেছে হাজার টুনিবাল্বের বানানো স্বর্গ।
শীতনিদ্রার সরীসৃপ রাজপথটা,
দেখার আগ্রহ নেই আর ;
জুড়িয়ে যাওয়া কাপের মধ্যভাগে জরিমানা গুনছে ক্যামেলিয়ার দীর্ঘশ্বাস।
ডিপোজিট যত অপত্যস্নেহের রাইজোমে,
গ্লোবালাইজেশন থেকে ছুটে আসে রক্ত পানের নেশাতুর নেতৃত্ব,
দীর্ঘশ্বাস ফেলছে বেদুঈন বাতাস।
ভাইরাসের উঁকিঝুকি জেনেও বাড়ছে লিগুমিনোসির শেকড়,
নিয়তির কানাগলিতে গাঢ় আগাম অন্ধকার— এতটুকুই জানি।
জঙ্গল ডিঙিয়ে আসেনা তাই
কোনো সরল দীপ্তির পূর্বাচল।
