
কতিপয় শুভাগতের কাছে
মোহাম্মদ শহীদুল্লাহ
২৯/৯/২২
নৈমিত্তিক মৃৎপাত্র থেকে ছিটকে পড়া রক্তে কতবারই তো খোঁজা হলো সাবেকী বর্ণ
ক্ষুধার্ত বর্ণমালার সাকিন বরাবর লিখেছি
কতবার যে বিদগ্ধ আশ্রমের ঠিকানা।
প্রাগ্রসর মননের পাঠশালায় কতই তো
মুখস্থ করেছি পুঁজিবাদী নামতার সোপান।
নীহারিকার বুকেরপাটা এতটা বড় নয় যে– আমাকে বঞ্চিত করবে জলে আর স্থলে।
সবশেষে ছুঁয়ে ফেলা
তোমার সৈকতে
ঝাউবনের
বিনম্র
আত্মার দোহাই—
কলাপাতার বেড়া হয়োনা।
কাল্পনিক বৈভবের গলা ধরে
কেঁদো নাকো নাব্যতার সুখে।