Md Shohidullah

Md Shohidullah

কবিদের অনুধ্যান

মোহাম্মদ শহীদুল্লাহ

মাদার ফুলের সম্মেলনে অর্বাচীন কতিপয়
ঢোলা পিপড়েদের কলহ জমজমাট,
কবির কানে আসে ।
পঙ্কিল জলে জোছনা-বিলাসে
ডুব দেয়া
শুক্লতিথির চাঁদবালিকা খিলখিলিয়ে হাসে।,

ফসলের আগাম পদধ্বনি শুনতে শুনতে
ধানের ডগায় বাতাসের ঢেউ গুণতে গুণতে
আশ্বাস ভরে হেঁটে যায় কবি।।
পর্ণমোচী সংসারে আড়মোড়া ভাঙ্গার বিস্ময়কর খেলা দেখতে এলো উৎফুল্ল কাঠপোকা ,
বনবেড়াল ভুলে গেল গেরস্ত বাড়ির খোঁয়াড়।
বাজপাখির ছানারা বাউকুড়ানির সাথে
নাচতে নাচতে খগেন বাবুর পাঠশালায় যাচ্ছে। কর্কশ, অলস শব্দের পাথরে
ফুরফুরে থানকুনির শৈশব,
অনিন্দ্য তৈলচিত্রের মতন সহস্র দীপ্তির
অতসি ফুল,
ঝরে পড়া শিরিষ ফুলের
একটানা হাসতে থাকা
নিরাপদ সকাল— কিংবা
কার্তিকের গলা ধরে শুয়ে পড়া কাউনের
শেষ বিকেল,
মাঠের কবিদের সর্ষের হলদে-সোনালি
প্রেমমুখর আড্ডাময় সুখের পাঁজর ছুঁয়ে ,
সবার কাছাকাছি কবিদের আঙ্গুলের ডগায়
নেচে ওঠে আগন্তুক নক্ষত্রগুলো।

মোহাম্মদ শহীদুল্লাহ

শো-পিস

মোহাম্মদ শহীদুল্লাহ

গোধূলির আস্তিনে গেঁথে রাখলাম
ডিমের কুসুম মতো সূর্যকে।
কেবলই বাচনিক সুধা
ভরা সমাবেশে,
টেনে নেবার চৌম্বক ভাষন
হারিয়ে গেছে।
ফুটনোটে গণ্ডারের পদচিহ্ন,
জাল স্বাক্ষর অবিচারের,
বদনসিবী অক্ষরগুলোর পরোয়া নেই।
ধরাছোঁয়ার বাইরে বলেই
অভিযোগ বাক্সের পাকস্থলীতেও
শুন্যতা,এসিডিও বিস্ফোরণ,
এবং সিরিজ কথনে ভারাক্রান্ত মাইক্রোফোন।

ঝলসে উঠবার অবিনাশী একতারায়
বৈদ্যুতিক ঝর্ণার গান শুনিনা মুহুর্মুহু।

জমতে শুরু করেছে কার্তিকে ক্যালেণ্ডুলার চত্বর,
তছনছ করা মনবারান্দা—
জোড়ায় জোড়ায়
পাখা মেলবার সুখে থাকা বৈষয়িক খুটিনাটি ;
আজ-অব্দি
ডোবার সীমিত ঢেউ হিসেবেই রয়ে গেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *