স্বাধ
শফিক আহমেদ
তেমার অপেক্ষাতে পুরোটা সকাল বয়ে গেলো দুপুর গেলো সন্ধা গরিয়ে এলো,
কথা দিয়ে রাখলেনা কথা প্রিয় তবে কি আমার মত তোমার দেখিবার স্বাধ নেই!!
আমি তো অপেক্ষার প্রহর গুনে তোমার বাড়ীর জানালা দেখিয়া ভালোবাসার স্বাধ মিটিয়েছি!
এক পলক দেখিবার তরে চেয়ে থেকেছি অপলক দৃষ্টিতে তোমার পথ তীরে,
এসো প্রিয় এসো ধীরে ধীরে কোন ব্যাস্ততা নেই আমার আমি তোমার আলিঙ্গনে সাজিয়েছি মালা বট বৃক্ষের তলে,
হবে কি শেষ দেখা?
আসবেকি তুমি?
আজ এই আয়োজন শুধু তোমায় ঘিড়ে,
তোমার সান্নিধ্য পাওয়ার পর ফিরবো নীড়ে।