কাল পাখি
স্বাধীন মালিক
গাছের ডালে মধুর সুরে!
নেচে নেচে কুহু! কুহু! করে
পেঁচা ভাইয়ের টেইশ টেও”
সবার কানে বাজে।
বাঁদর পাখির কিচির! মিচির!
কাকে ডাকে কাক”কাক”
কাকের বাসায় কুকিল পাখি
ডিম পাড়িতে থাক।
অসুম দিয়ে কুসুম করে,
বাচ্চা ফুটায় কাক!
তাকিয়ে দেখি আমার বাসায়
কুকিল ছানার ডাক!
আজ মনে হয় পাখির মধ্যে
আমি সালা বাক!