“”””””” স্বপ্ন “”””””
মোঃরাকিব
নদী হলো চির -আপন
নদী বাঁচার মূল৷
নদী আমায় নিয়ে গেছে
ভাসায় অনেক দূর
নিঝুম রাতের অন্ধকারে,
পথ হারিয়ে যাই গহিনে৷
না পাই যখন সঠিক দিশা
ঠিক তখনি, কলকলিয়ে
কে বলে’রে!আয় কাছেতে৷
দেখ আমাকে, বইছি কেমন
আপন মনে৷
বললো আরো,মুচকি হেঁসে
চাইবি যখন আমায় কাছে
চলবি আমার স্রোতের সাথে
দেখবি আমায় নতুন সাজে৷