বেকার
মোঃ নূরে আলম
বেকার থেকো না কেউ তটো
কর্মের মাঝে থাক যদিও হয় ছোট।
বেকারত্বের উদহারন হয় ওরী
যেন বৈঠাহীন বারীশ মাঝের তরী।
বাবা মা প্রতিবেশি যত বল ভাই
কারো নিকট নেই কর্মহীনের ঠাই।
মাছ যেমন থাকে পানিহীন তরে
বেকারত্বের উদাহরন এমন হয় ঘরে।
কথা বার্তা অঙ্গ ভঙ্গী সবার দ্বারা শ্বাসে
কর্মহীন জীবনকে সবাই উড়ায় হেসে।
এমন হয় বেকার জীবনের ছোয়া
জেন্তা খরী পুড়ে যেমন উড়ে যায় ধোঁয়া।
শীরে যখন পৌছে যাবে হাটিপায়ে তুমি
পাছে ঘুড়বে শত জন জগৎ ভূমি।।।