“আমি ভালো মানুষ ”
# জহিরুল ইসলাম
আমি স্রষ্টার শ্রেষ্ট প্রানী
সমাজিক মানুষ,
স্বার্থের জন্য আমি একটু বেহুশ
আমি ভালো মানুষ।
আমি পরের দোষ খোঁজে বেড়াই
আমার নেই কোনো দোষ,
আমি ভালো মানুষ।
অন্যের চলাফেরা নিয়ে কথা বলি
একবারও ভাবিনি নিজের অহংবোধ,
আমি ভালো মানুষ।
আমি পঞ্চায়েতের একজন
বিচার শালিস আমি-ই করি,
ইশারায় পকেট ভারী,
নিজে খাই ঘুষ
আমি ভালো মানুষ।
মুখোশের আড়ালে আমি মানবতার দুত
নেই আমার লেশমাত্র মনুষ্যত্ব বোধ
আমি ভালো মানুষ।।
নিজে জানি করছি কি
লোকের মুখে ছি ছি,
শুনেও না শুনি
তবুও বলি ঠিক আছি
নেই কোন আফসোস
আমি ভালো মানুষ।।
আমি ভালো মানুষ।।