
তুমিও হও
কলমেঃ (ই এম ইমন মল্লিক)
হবে তুমি নবীন প্রবীণত্ব,
নয় তো কোনো বীর।
হও তুমি সাগর মহাসাধক,
নয় তো কোনো শীর।
হও তুমি মহা প্রলয়ের ফুটে থাকা পদ্মফুল।
নয় তো তুমি ফুটে থাকা আগাছা অনীড়।
হও তুমি আফ্রিকার ভয়ানকে থাকা ঐ সুন্দর্যের পূর্ণাঙ্গনী।
খুঁজবে তোমায় বিশ্রুত এ পৃথীবি।
হও তুমি প্লাবনে থাকা
অপরূপ এক অদ্ভুতদর্শন রুপ।
খুঁজবে তোমায় অনীশ্বর এই পৃথিবী।
আমি হব প্রলয়ের মাঝে থাকা সেই রঙিন অপরুপ ফুল।
খুঁজিবে আমায় পাবে শান্তিময় সূখ।
হও তুমি নবীন প্রবীন,
নয় তো কোনো শীর।
হও তুমি লক্ষ কাটার ভীতর থাকা
নয় তো কোনো বীলাতে থাকা সেই ফুল।
খুঁজবে তোমায় সেথায় গিয়ে আনিবে তোমার রূপ।
হব আমি নজরুলজয়ন্তী
নয় তো কোনো বীরশ্রেষ্ঠ।
খুঁজবে আমায় প্রলয়ের থাকা শীর্ষস্থ।