Md Ebadul Haque Pappu

একদিন হয়তো
মোঃ ইবাদুল হক পাপ্পু

একদিন হয়তো কারো অচেনা হয়ে যাব,
হয়তো দেখা হবেনা সেই
চিরপরিচিত মুখটির সঙ্গে।

একদিন হয়তো বিলিন হয়ে যাব
সাদা মেঘের গর্ভে;
একদিন হয়তো থাকবে না কোনো
পিছুটান।

একদিন হয়তো আমার চারিপাশ
ভরে যাবে কাক শালিকে
থাকবে না নিঃশ্বাস।

একদিন হয়তো বজ্রপাতের
সাদা আলোতে,
বিলিন হব আমি অজানায়
অজানার কোনো দেশে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *