হৃদয় দিয়ে বাসি ভালো
মহ:আরিফ
দেহ মোদের দুটো হেলেও
হৃদয় কিন্তু একটা।
দেহ দিয়ে চলি মোরা
হৃদয় দিয়ে বাসি ভালো ।
ভালোবাসায় ডুবে থাকি,
দুই দেহ নিয়ে ।
পা মোদের আলাদা হলেও
পথ কিন্তু একটাই ।
সেই পথে চলি মোরা,
হাতে রেখে হাত ।
হাত ধরে চাই যে চলে
ভূপৃষ্ঠের গভীর তলে।।
চক্ষু মোদের একাধিক হলেও,
দৃষ্ঠি মোদের একটা ।
সেই দৃষ্টিতে তাকাই আমরা,
চোখে রেখে চোখ ।
তাকাতে তাকাতে যায় যে চলে,
প্রাকৃতিক স্বপ্নের মাঝে ।
ধরন মোদের ভিন্ন হলেও,
কাজ কিন্তু একটাই ।
সেই কাজে এগিয়ে যায় –
তালে মিলিয়ে তাল ।
কাজে কর্মে থাকি মোরা –
অনেক অনেক ব্যাস্ত ।
ব্যস্ততার মাঝেও মোরা-
হৃদয় দিয়ে বাসি ভালো ।