তৃণলতা
মনিরুল মানিক
তৃণলতা,
তুমি আমার সুখ হবে কি বলো?
আমার কাধে হাত রেখে-
তুমি সমগ্র জীবন পাড়ি দেবে কি বলো?
আমি হেটে যেতে চায়-
তোমার সাথে একি পথ ধরে,
তোমার সাথে যেতে চায় আমি ওই অচিনপুরে।
তৃণলতা,
তুমি আমার আনন্দ হবে কি বলো?
আমার কাধে মাথা রেখে
তুমি জোৎসনা দেখবে কি বলো?
আমি উড়ে যেতে চায়-
ওই দূর আকাশে তোমায় নিয়ে,
যেথায় নক্ষত্ররা লেগে আছে নক্ষত্রের গায়ে।
তৃণলতা,
আমি তোমাকে চায় ঝরা কুয়াশায়
বিন্দু বিন্দু শিশির ফোটায়
বসন্তের কোকিলের ডাকে,
কৃষ্ণচুড়ায় রক্তিম আভায়।
আমি তোমাকে চায়
গ্রীষ্মের পাকা আম্র কাননে,
বর্ষার কালো মেঘ ঝুমঝুম বৃষ্টিতে
তোমাকে চায় শরতের স্নিগ্ধতায়।
https://www.facebook.com/groups/sahityapatrika/posts/1095628927761014/