
উড়বার আকাশ
মৈত্রেয়ী সিংহরায়
মেনে নিয়েছিলাম, ভুল মৌসুমী হাওয়া
ছুটে এসেছিল জীবনে,
ভিজিয়ে দিয়েছিল সারা শরীর।
ভেবে নিয়েছিলাম, রাতের তারারা দিনের
আলোর গভীরে আর নেই,
হু হু বাতাস ফুঁ দিয়ে নিভিয়ে দিয়েছে।
বুঝে নিয়েছিলাম, সম্পর্কটা অব্যবহারে
মরচে পড়ে, কখন যেন
ব্লকলিস্টে চলে গেছে, মনে এবং কোণে।
তবু কেন এতো রাত অবধি জাগা!
কেন ভুলে যাওয়া চাঁপার গন্ধ!
কেন আজও মেনে নিতে কষ্ট
তুমি কেউ নও!
আমি তো হতে চেয়েছিলাম তোমার
উড়বার আকাশ।