রোজনামচা
মৈত্রেয়ী সিংহরায়
04.08.2021
গ্রামের স্কুল। প্রতি শুক্রবার স্কুলে মিড-ডে-মিলে গোটা ডিম।পাতে গরম ডিমটা পড়তেই সঞ্জু সবার অলক্ষ্যে পকেটে পুরে নেয়। পায়ে ছ্যাঁকা লাগছিল। ভীষণ জ্বালা করছিল। কেঁদে ফেলে। পাশের ছেলেটির চিৎকার “স্যার সঞ্জু কাঁদছে।”
স্যার এসে দেখেন সঞ্জু পকেটটা
হাত দিয়ে চেপে ধরে কাঁদছে। বলেন “কাঁদছিস কেন? পকেটে কি আছে?”
সঞ্জু পকেট থেকে গরম ডিমটা বার
করে বলে ” স্যার মায়ের গায়ে রক্ত নেই। ডাক্তার প্রতিদিন একটা করে ডিম খেতে
বলেছে। আজ আপনারা দিলেন তাই নিয়ে যাচ্ছি। যদি না খায় ভীষণ বকব স্যার আপনি দেখবেন।”
স্যার দেখলেন সঞ্জুর পায়ে ফোসকা
পড়ে গেছে।
এই ভালোবাসা থাক মা-ছেলের
রোজনামচায়। 💖