সে আসেনি
মৈত্রেয়ী সিংহরায়
25.08.2021
ভেবেছিল এক আকাশ লিখবে
এক পৃথিবী লিখবে
দুরন্ত ঢেউয়ের মতো
উদাত্ত সঙ্গীতের মতো।
সূর্য উঠবে, ভোর হবে।
ছেঁড়া কাগজে ভরে যায় ডাস্টবিন
পোড়া সিগারেট মুখ গোঁজে
আ্যসট্রের বুকে।
বেহায়া কোকিলটা ডেকেই চলেছে
ডালে ডালে কৃষ্ণচূড়া….
কই বসন্ত তো এল না!!!!
বাক্স প্যাটরা গুছিয়ে যারা চলে যায়
তারা কি আর ফেরে না?
এখন তাকে কবিতা শোনাতে
ইচ্ছে করছে খুব।