Mahitosh Gayen

অনৈতিহাসিক-ইতিহাস
মহীতোষ গায়েন

ইতিহাস স্থায়ী,থমকে থাকে না,ইতিহাস সক্রিয়
কখনো ব‍্যক্তি ইতিহাস হয়ে যায় কখনো ঘটনা… 
গুমোট-মেঘ-বৃষ্টি,উপলব্ধি ইতিহাসে গতি পায়
কত কথা হয়,কত দুর্বল বিরোধীতা,হয় রটনা।

তবুও ইতিহাসের ইতিহাস লেখেন ঐতিহাসিকরা
সত‍্য সুন্দর ইতিহাস হয় অনৈতিহাসিক অসুন্দর,
সময় যায়,দিন যায়, রাত আসে ইতিহাস সচল হয়,
হঠাৎ ইতিহাস দেখে জটিল অনৈতিহাসিক ধুরন্ধর।

চেপে রাখা ইতিহাস বাইরে আসে,খুলে যায় জট
কেউ হাসে কেউ কাঁদে কেউ ছাড়ে হনুলুলু ফেউ,
ক্ষমতার ইতিহাস,পদধারী ইতিহাস যায় রসাতল
অঙ্গীকারে নবরূপে ইতিহাসে আসে কেউ কেউ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *