Mahitosh Gayen

সুখবৃষ্টি
মহীতোষ গায়েন

তন্দ্রাহীন প্রহর কেটেই যায়…
মাস শেষ হয় বছর ঘুরে আসে,
উপপ্লবের ছন্দে এ পথচলা
মাঝ রাতে স্বপ্ন আসে পাশে।

ঘুম ভাঙে ভোরের আজান শুনে 
মন্দিরে বাজে ব্রক্ষ্মময়ী সংঙ্গীত,
মধ‍্য জীবনে কেন ধূসর সায়াহ্ন?
প্রেমের সে মধুমাস সুদূর অতীত।

রাস্তা ক্রমশঃ ছোট হয়ে যায়
ছিন্ন জীবন পথচলায় ক্লান্তি,
ভ্রমান্ধ অতীতের দরজায় শ‍্যাওলা
স্বচ্ছ জলের ধারায় ছায়াময় ভ্রান্তি।

এই জীবন,এই দেহ বিলীন হবে,
মার্গ সঙ্গীতের সুর ছড়ায় চরাচরে,
বিষন্ন দুপুর,হলুদপোড়া রং বিবর্ণ,
জীবন-পাতায় তবুও সুখবৃষ্টি পড়ে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *