Mahitosh Gayen

ঘরে ঘরে রবীন্দ্রনাথ
মহীতোষ গায়েন

রবীন্দ্রনাথ কখনোই এখানে আসেন নি;
আসলে জানতে পারতেন কিভাবে কষ্টে
কাটে আমাদের দিবারাত্রি,শরীরে যন্ত্রণা
নিয়ে সুখের স্বপ্ন দেখি ঘোর মাতাল মত।

রবীন্দ্রনাথের জন্মদিনে আমরা কবিতা ও
গানের আসর বসাই,রাজনীতি করি এবং
রবীন্দ্রনাথকে ঢাল করে বাণিজ্য মজবুত
করি।তিনি এসব কখনো ভেবে দেখেন নি।

রবীন্দ্রনাথ কখনো খালি বেঞ্চে,গোয়ালঘরে
রাতে ঘুমান নি,কখনো ছেঁড়া জামাপ‍্যান্ট পরে
নদীর চরে গুলে মাছ ধরেন নি,কখনো তিনি
ফ‍্যানাভাত খান নি,তবুও ঘরে ঘরে রবীন্দ্রনাথ।

অবশ্য রবীন্দ্রনাথ অপ্রেম,হিংসা,ঈর্ষা ও সন্ত্রাসের
বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছেন কলম,মগজের
শক্তি দিয়ে।অপূর্ণ মন,স্বপ্নকে বরণডালায় সাজিয়ে
বাঁচার শক্তি যোগান,তাই তো ঘরে ঘরে রবীন্দ্রনাথ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *