ভারত-বাংলাদেশ সাহিত্য সংস্কৃতি পরিষদের ভার্চুয়াল সাহিত্য বৈঠক:
বিশেষ সংবাদদাতা
লেখক উন্নয়ন কেন্দ্রের প্রধান উপদেষ্টা, লেখক গবেষক আল মোঃ গনি মিয়া বাবুল-র ৫২ তম জন্মদিন উপলক্ষে
ভারত-বাংলাদেশ সাহিত্য সংস্কৃতি পরিষদ আয়োজন করে আনন্দ আড্ডা। ৬ মে ২০২২ শুক্রবার রাত দশটায়
সদস্য সচিব,কবি তৌহিদুল ইসলাম কনকের পরিচালনায়
বাংলাদেশের আহবায়ক মুহাম্মদ নজরুল ইসলাম তামিজীর সভাপতিত্বে ভারতের আহবায়ক কণ্ঠশিল্পী রানা মুখার্জি-র শুভেচ্ছা বার্তার সূচনা দিয়ে ভার্চুয়াল আড্ডায় অংশগ্রহণ করেন লেখক গবেষক লায়ন মোঃ গনি মিয়া বাবুল, যুগ্ম আহ্বায়ক-শিশু সাহিত্যিক তারাশঙ্করের চক্রবর্তী , যুগ্ম আহ্বায়ক আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত লেখক কাপ্তান নূর, যুগ্ম আহ্বায়ক দৈনিক স্বদেশ বিচিত্রা সম্পাদক সাংবাদিক অশোক ধর,যুগ্ম আহ্বায়ক- বিশিষ্ট শিক্ষাবিদ কবি তথা কলকাতার সিটি কলেজের অধ্যাপক মহীতোষ গায়েন, কবি শাহেদ ফারশী প্রমূখ।
আগামীকাল রাত 9 টায় আনন্দ সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হবে,কন্ঠ শিল্পী রানা মুখার্জি আহবায়ক,ভারত। তার বিবাহ বার্ষিকী উপলক্ষে সাহিত্য বাসর।সবাইকে সাদর আমন্ত্রণ ।