ঘরে ঘরে রবীন্দ্রনাথ
মহীতোষ গায়েন
রবীন্দ্রনাথ কখনোই এখানে আসেন নি
আসলে জানতে পারতেন কিভাবে কষ্টে
কাটে আমাদের দিবারাত্রি,শরীরে যন্ত্রণা
নিয়ে সুখের স্বপ্ন দেখি মাতালের মত।
রবীন্দ্রনাথের জন্মদিনে আমরা কবিতা ও
গানের আসর বসাই,রাজনীতি করি এবং
রবীন্দ্রনাথকে ঢাল করে বাণিজ্য মজবুত
করি।তিনি এসব কখনো ভেবে দেখেন নি।
রবীন্দ্রনাথ কখনো খালিবেঞ্চে,গোয়ালঘরে
রাতে ঘুমান নি,কখনো ছেঁড়া প্যান্ট পরে
নদীর চরে গুলে মাছ ধরেন নি,কখনো তিনি
ফ্যানা ভাত খান নি,অথচ ঘরে ঘরে রবীন্দ্রনাথ।
অবশ্য রবীন্দ্রনাথ অপ্রেম,হিংসা,ঈর্ষা ও সন্ত্রাসের
বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছেন কলম,মগজের
শক্তি দিয়ে।অপূর্ণ মননকে বরণডালায় সাজিয়ে
বাঁচার শক্তি সে সব,তাই তো ঘরে ঘরে রবীন্দ্রনাথ।