ইমামবাড়া
মহীতোষ গায়েন
ইমামবাড়া-য় সকাল হয়েছে
পাখির কলতানে
আটটা শালিক মিটিং-এ বসে
ঘুম ভাঙে সে গানে।
বিকেলবেলায় ইমামরা একে একে
নামাজ পড়তে আসে,
ছড়িয়ে যায় শান্তির গান…
আমজনতা সুখ সাগরে ভাসে।
ইমামবাড়ায় সন্ধ্যা নামে চাঁদকে ভর করে
মাধবীলতার গন্ধ ছড়ায় ভরপুর,
জোৎস্নারাত যেন হাতছানি দিয়ে ডাকে…
যুগল-আত্মারা আজ গভীর প্রেমাতুর।