Mahitosh Gayen

স্বপ্ন ও সংগ্রামের মৈথুনে


মহীতোষ গায়েন

তোমাকে বৃষ্টি আনতে বলেছিলাম,আনো নি
তোমাকে ঝড় আনতে বলেছিলাম,আনো নি
তোমাকে ফুল আনতে বলেছিলাম,আনো নি
শুধু এনেছিলে ছলনা,প্রতারণা ও অবিশ্বাস।

অথচ বৃষ্টি এলো অবশেষে,ভিজলাম না
অথচ ঝড় এলো অবশেষে, উড়লাম না
অথচ ফুল এলো অবশেষে মাখলাম না,
তোমাকে মনে পড়লেই ক্ষতস্থান জ্বলে।

আর একটি বসন্ত আসুক,পরিশুদ্ধ হবে হৃদয়
আরেক প্রত্যয়,আরেক জেহাদ নিয়ে ছুটে যাব
জন অরণ্যে,আরেকটি শুদ্ধ সংগীতের আবহে
ভরে উঠবে চরাচর স্বপ্ন ও সংগ্রামের মৈথুনে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *