গাছেদের কথা
মহীতোষ গায়েন
গাছেরা বাঁচায় প্রাণ গাছেরাই মারে
গাছেরা জ্বালানি হয় গরীবের আঁচে,
গাছেরা ফুল দেয়,দেয় ফল কতশত
গাছেরা সুখ দেয় কত মানুষেরা বাঁচে।
গাছেরা তৃপ্তি দেয়,আসে প্রশান্তি মনে
গাছেরা আশ্রয় দেয়,দেখি আনন্দ বনে,
পাখি মিষ্টি গান করে গাছেদেরই সনে
বঞ্চিত মানুষেরা সব আশায় দিন গোনে।