Mahbub Masum

জীবন তো থেমে নেই,সুনন্দা(২/৮/২০২১)
মাসুম মাহবুব

জীবন তো থেমে থাকেনা,সুনন্দা
আজও সূর্যাস্তে পশ্চিম আকাশেই
হেলে পড়েছে সূর্য,নিথর জলে এঁকেছে
প্রকৃতির প্রতিচ্ছবি,যেমনটা আগেও ছিল।
জানো সুনন্দা,এখানটায় দাঁড়িয়ে
তোমার বাড়ির দিকে তাকিয়ে থাকার
বদঅভ্যাসটা বেশ পাল্টেছে,তবে
হ্যাঁ,সবকিছুর প্রথম অনভূতি
চাইলেই পুরোটা ছুঁড়ে ফ্যালা যায়না।
জীবন তো থেমে থাকেনা,সুনন্দা
হয়তো আমার হাতে হাত রেখে
দ্যাখা হয়ে ওঠে না তোমার
যা আমি আজো দেখি।
হাঁসগুলো গা ঝাড়া দেয় ঠিকি
কিন্তু তোমার মত না
নস্টালজিয়া বলতে কোনো শব্দ
সম্ভবত তোমার অভিধানে নাই।
জীবন তবুও থেমে থাকেনা,সুনন্দা
বৃষ্টির পরে আকাশে আমি এখনো
তোমাকে ছাড়াই রংধনু খুঁজি
নিথর করতোয়ার জলে আমার পাশে
আরো কারো প্রতিচ্ছবি আঁকি।
হঠাৎ দমকা হাওয়ায় জলে তরঙ্গ
হলে তবু থেমে থাকেনা খোঁজা
দিনের শেষে আলোর শেষ ছটাটুকুও
তাতে কাজে লাগাই রচিতে তোমার স্মৃতি।
জীবন তো থেমে থাকে না,সুনন্দা
হয়তো তোমার দ্যাখার মত নেই চোখ
কিংবা অনুভব করার মত হিয়া
তাতে কি? আমি একাই সব দ্যাখার
অভ্যাস করে নিয়েছি,কোনোকিছুু তো থেমে নেই,
থেমে থাকে না,থেমে থাকবেও না।
তোমার বোধগম্যতার বাইরে হলেও
দৃষ্টিসীমানার ওপারে হলেও
অতি নির্মম সত্য এক
জীবন তো থেমে নেই,সুনন্দা।।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *