পাখি
মাধব মন্ডল
ঝরঝরিয়ে ঘাম ঝরিয়ে
সাজাই সাজাই আমার বাগান
উড়ে এসো পাখি হয়ে
ফুলে ফুলে গাও গাও গাও গান।
সে গান শুনে সবার মনে
বেজায় ঘন্টা বেজে উঠুক
সে গান শুনে মানুষ জনে
উদার মনের হয়ে উঠুক।
চালচলনে মন ভুলিয়ে
পাড়া পড়শির মন জাগিয়ে
চলরে চল চল সুর তুলি এ
মন থেকে মন বিষ ভাগিয়ে।