জানি জানি
মাধব মন্ডল
জানি জানি জানি জানি
জুড়ে আছো কতখানি
এ শরীর মনে এ শরীর মনে।
মানি মানি মানি মানি
ভালবাসা কতখানি
বিলিয়েছো ক্ষনে ক্ষনে।
গানই গানই গানই গানই
গাও তুমি কতখানি
জানে জানে সব জনে।
ঘানি ঘানি ঘানি ঘানি
টানি টানি তাই টানি
শহরোর বনে বনে।