চোখ থেকে
মাধব মন্ডল
চোখ থেকে যা হারিয়ে যায়
চোখে কি আর ফেরে সেটা
মন থেকে তার স্মৃতি লাফায়
দুধেরই স্বাদ ঘোলে মেটা।
যা গেছে তা যেতে দেনা
আসলে তা তোর ছিল না
হাহাকারে দিন কাটে না
কে দিল আর কি দিল না
ভেবে ভেবে করবিটা কি
যা আছে তোর তাই নিয়ে থাক
মনের কোনে ভরবিটা কি
পরের জিনিস যাক চলে যাক।
যা পাবি তা লড়াই করে
ভাবের ঘরে ধুনো জ্বেলে
বলতে পাবি বড়াই করে
হকের জিনিস হকে পেলে।