শিরোনাম – আমি ও পায় যেন তারে দেখা
কবি- কৃপাসিন্ধু মাহাত
তারিখ- 08/05/2022
সত্য তুমি সোনার রবী
সাহিত্যের আকাশে
স্রষ্টার প্রিয় তুমি
বিখ্যাত জগতে।
কত গান কত সুর তুমি
লিখেছো কবিতা ছন্দে
জ্যোতির আলোয় কাব্যময়
তোমার নাটক ও গদ্যে।
সাধক তুমি মহারাজ
ছিলে পরম যোগী
নাম যস খ্যাতি সবই ছিল
তবুও ছিলে ত্যাগী
মনের ভিতর অন্তরে সর্বদা তুমি
কারে পুজিতে হে সখা
গীতাঞ্জলির গান শুধুই
তাকে নিয়ে লেখা।
কবি তোমার জন্মদিনে
নাও আমার ভালোবাসা
আশীর্বাদ কর হে সখা আমি ও
পায় যেন তারে দেখা।