শিরোনাম :
বলুন এদের কি
নামে করি সম্বোধন?
কলমে : কেয়া চক্রবর্তী
বলুন দেখি এদের কি নামে করি সম্বোধন?
দিনে দিনে চারপাশে বাড়ছে এদের রমরমা
আত্মীয় – পরিজন, বন্ধু – বান্ধব সহকর্মীদের ভিড়ে,
পাবে না একজনও আপন, যে স্বার্থ ছাড়া আছে আপনার পাশে,
মুখে দেখাক যতই আপন, মনেতে চলছে দুরভিসন্ধি ভীষণরকম,
যাদের নিজেদের জীবনে আছে কোনোকিছুর অভাব,
তেলা মাথায় তেল দেওয়াই আসলে যাদের স্বভাব,
প্রয়োজনে প্রিয়জন বানাতে এরা সিদ্ধহস্ত,
খোঁজ নিলেই দেখতে পাবেন সমাজে এদের যাতায়াত সর্বত্র,
আপনার আপন সেজে ঘুরবে আপনার পাশে পাশে,
সময় বুঝেই মিছরির ছুড়ি র মতো আঘাত করবে মোক্ষম সময়ে,
তখন আপনি ভেবে পাবেন না কোনোই কূলকিনারা,
নিজের বোকামির শাস্তি পেয়ে হাতেনাতে, হবেন বাক্যিহারা,
সুযোগ বুঝে কাজ হাসিল করে সরে পড়বেন এক নিমেষেই গুটিগুটি পায়ে,
হাজার খোঁজ করলেও এদের নাগালে পাওয়া ভীষণ দায়,
আমে দুধে মিশে গিয়ে হবে মাখামাখি,
আপনি তখন থাকবেন পড়ে শুকনো আঁটি,
পারবেন না মুখোশ টেনে খুলে দিতে,
কারণ ওরা প্ৰমাণ করে দেবে যে আপনিই ডাহা ধোঁকাবাজ,
কথায় কথায় আপনি বলেন শুধুই মিথ্যে,
প্রেস্টিজ থাকবে না কিছুই অবশিষ্ট,
যতই হন না আপনি নিপাট, ভদ্রলোক, কিংবা শান্তশিষ্ট,
আপনার ও মেজাজ হবে লাগামছাড়া,
উপায় ই বা কি? এঁরা তো বাঁধন ছাড়া,
“চোরে চোরে মাসতুতো ভাই” এই প্রবাদ হবে সত্যি,
আপনি তাকিয়ে রইবেন ফ্যালফ্যাল চোখে,
বিশ্বাস হবে ভুলুন্ঠিত, কি হচ্ছে বুঝতে পারবেন না এর কিছুই।।
যুগে যুগে এরা আসবে আর যাবে,
জানিনা কবে রক্তবীজের এই বংশধরদের বিনাশ সম্ভব হবে?
©কেয়া চক্রবর্তী®