শিরোনাম : অনুভূতির সৌজন্যে
কলমে : কেয়া চক্রবর্তী
কেউ জানো কি?
ঠিক কতটা দূরে চলে গেলে কাউকে ভুলে যাওয়া সম্ভব হয়?
বা ঠিক কতটা কাছে থাকলেও পারস্পরিক দূরত্ব যোজন খানিক হয়?
আবার কতটা দূরে থেকে না স্পর্শ করেও কারো মন ছুঁয়ে যাওয়া যায়,
জানিনা কেউই,
ঠিক কতটা কষ্ট পেলে অনুভূতিগুলো বোবা হয়ে যায়,
হাজার আঘাতেও টুঁ শব্দ বেরোয় না,
শুধু চোখের কোল ভিজে যায়,
কেবল বালিশ ই জানে মনের হাল,
আর কেউ বোঝে না,
ঠিক কতটা আর্তনাদ করলে পাথর ও কথা বলে ওঠে,
কেউ জানো কি?
বুকে পাষানভার বহন করেও কিভাবে শান্ত থাকা যায়?
শত ঝড়,আর বিপদেও আত্মবিশ্বাস অক্ষুণ্ন রাখা যায়,
যখন পিঠ দেয়ালে যায় ঠেকে, সেখান থেকে ঘুরে দাঁড়ানো সম্ভব হয়,
তোর দ্বারা হবে না, এই কথা শুনতে শুনতেও সেই কাজ সাফল্যের সঙ্গে করে ফেলা যায়,
ঠিক কতটা?
ঠিক কতটা ভালোবাসলে, মানুষটির অবহেলা অবলীলায় সয়ে যাওয়া যায়,
ঠিক কতটা দূরে গেলে আবার কাছে ফিরে আসা যায়..
কেউ জানো কি? ঠিক কতটা??
©কেয়া চক্রবর্তী®