Keya Chakraborty

Keya Chakraborty

ইচ্ছের মরণ
কেয়া চক্রবর্তী

উড়তে চেয়েছিলাম,তো মনের সুখে,
কিন্তু ভাগ্যে ছিল যে অন্যকিছুই লেখা,
চেয়েছিলাম তো ভালোবাসা থেকে থাকতে দূরে,
কিন্তু হলো কেন তোমার সাথে পথের মাঝেই দেখা?
চাইনি কোনোদিন আমার জন্য কারো হোক ক্ষতি,
কিন্তু কপালে হয়তো ছিল বদনাম জুটে যাওয়া,
তিল তিল করে গড়ে তুলেছিলাম যা নিজ পরিশ্রমে,
কঠিন ছিল তাকে বুঝি নিজের করে পাওয়া।
ভাগ্যের খেলা বড়ই বিচিত্র, জানিনা ঝুলিতে আছে কি রাখা?
চেয়েছিলাম তো ভেসে থাকতে, তবু ভাগ্যে ছিল হয়তো ডোবার কথা,
চাইলেও পাই না যা তার দিকেই কেন পথ চেয়ে থাকা?
হাজার দংশন সহ্য করেও, মনেতেই পুষে রেখেছি সেই ব্যথা,
পারিনি বলতে করিনি আমি যেই দোষের বোঝা
চাপিয়ে দিয়েছো তোমরা আজ আমাদের ঘাড়ে,
হাজার কষ্ট হলেও পারিনি সরে যেতে
নিজ কর্তব্য ছেড়ে যেতে দূর হতে বহু দূরে,
হাজার প্রশ্নের ভিড়ে উত্তর খুঁজে চলা,
চেয়েছিলাম তো অনেককিছুই পাইনি হয়তো তার সব,
মনের ঘরে সেসব ইচ্ছা দানা বাঁধতে থাকে,
হারিয়ে গেছে কোথাও না জানি আমাদের শৈশব,
একসময়ে বড় হতে চাইতাম মনে মনে,
আজ ফিরে পেতে চাই যা হারিয়ে ফেলেছি গড্ডালিকা স্রোতে,
জীবন যখন শিক্ষকরূপে দিয়ে যায় কঠিন শিক্ষা,
সহজ থেকে কঠিন হই জীবনের ধারাপাতে।
তাই তো আজও আবার নিজ শৈশবে ফিরে যেতে চায় মন,
যেখানে ছিল না কোনো চিন্তা, ভাবনা ছিল
পিতামাতার স্নেহছায়া, ভালোবাসা
এখন চিন্তা চিতাসম মাথায় ঘোরে অকারণ।
ইচ্ছা ছিল তো অনেককিছুই পাওয়ার ঝুলি শূন্য,
কিছু ইচ্ছের মৃত্যু ঘটেছে কিছু ইচ্ছা হয়েছে পূরণ,
তবুও আজ ও না জানি স্বপ্ন দেখে এই মন,
হয়তো মনের মাঝে বাকি আছে এখনও কিছু ইচ্ছের মরণ।

©কেয়া চক্রবর্তী®

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *