কৃতজ্ঞতা সতত
কেয়া চক্রবর্তী
যারা গেছে চলে,
দিয়ে মনখারাপের যন্ত্রণা,
তারা কোনোদিনই পারেনি ছুঁতে
আমার মনের ঠিকানা।।
হাত ছেড়ে দিয়ে
বুঝিয়ে গেছে সতত,
সুখের মতোই দুঃখ সাময়িক,
আসা যাওয়া করে ঢেউ এর মতো অবিরত।
যারা শত বিপদ এলেও,
ছাড়েনি আমায়, রেখেছে ধরে হাত,
যেতে দিয়েছি তাদের আটকাইনি কখনো,
দেখাইনি ধরে রাখার অজুহাত।।
যারা চলে গেছে বিনা কারণে
তারা ছিল না কখনো ই আপন,
তার চেয়েও যারা রয়ে গেছে কাছে,
তারাই আমার আপনজন।।
দূর করেছে যারা আমার,
মনকেমনের ব্যথা,
যুগিয়ে গেছে ভরসা আর,
বুঝেছে আমার মনের কথা,
তাদের কাছে কৃতজ্ঞতা
প্রকাশের ভাষা আমার অজানা,
তারাই দেখিয়েছে নতুন আশা,
দিয়েছে আলোর ঠিকানা।।