তুমি তো অসুন্দর নও!
কামরুল ইসলাম
তোমাকে তো আগের মতো লাগছে না।
কোনোভাবেই আমি মেলাতে পারছি না।
কি রে মন খারাপ হয়ে গেল?
কিন্তু
তোমায় অসুন্দর তো আমি বলছি না!
যে দীঘল কালো কেশ, টানা টানা চোখ,
ঠোটের কোনে কুচকুচে কালো তিল,
প্রাণ জুড়ানো মুক্তোঝরা রহস্যময় হাসি,
কিংবা
সহজ সরল চলন
আমায় তোমার প্রেমসাগরে ডুবিয়ে মেরেছিল
আমি হাবুডুবু খেতে খেতে জীবন্ত হয়ে উঠেছিলাম
সেগুলোকে আমি মন্দ বলে মানতে পারছি না।
প্রথম দর্শনে ভালবাসার যে অনির্বচনীয় অনুভূতি
আমায় প্রেমিক বানিয়েছিল,
আমি পাগল হলে তুমি পাগলী হতে নিঃসঙ্কোচে
নিজেকে আমার পাশে রাখতেই রাখতে
আমার মন খারাপের দিনে
তোমার অপরূপ অবয়বে নামতো কালো মেঘের ছায়া
এখন আর আমি সেটাকে খুঁজেই তো পাচ্ছি না!
প্রেম পুরোনো হলে এমনো হয় বুঝি
না জানলেও আগে এখন না বুঝে পারছি না!
হয়ত প্রগতিবাদী নই আমি
তাই দাড়িয়ে আছি স্থির
কোথাও নড়ছি না চড়ছি না।
চেয়ে চেয়ে দেখছি তোমায়
বদলের হাওয়া গায়ে লাগাচ্ছো
হয়ত তাই প্রেমের সংজ্ঞা বদলে ফেলে
অনুভূতিগুলোকে উনুনে জ্বেলে ফেলেছো!
পুরোনো প্রেমে হয়ত এরকমই হয়
আবেগের হ্রদ শুকিয়ে শুষ্ক হয়ে যায়
নির্ভরশীলেরা তৃষ্ণায় ধুকে মরে।
তাই তোমাকেও দোষ দিচ্ছি না!
তোমায় কিন্তু অসুন্দর আমি বলছি না!