K Deb Das

#বেঁচারামের_আতঙ্ক_
✍️কে দেব দাস।
______________________________

বেঁচারাম পোদ্দার,
আগুপিছু ভেবে না পাই,
কি করে হবে সে উদ্ধার।
পাড়ার মোরের কালুয়া আর লালুয়ার আঁতাতে,হয় সে জেরবার।

কালুয়া দেয় অহরহ, অযাচিত প্রলোভনের আশ্বাস,
শুনে মোর উঠে নাভিশ্বাস।
বুঝতে পারি বেশ, নজরটি রয়েছে তার,
আমার দু’কাঠা জমিতে,
ফেলবে বুঝি নিঃশ্বাস।

লালুয়া দেয় ফতোয়া, দিতে হবে টিপ ছাপ,বললাম যেথায় খাস,
ভাববার নেই অবকাশ,
অন্যথা হলে পরে, দেখে নেবে সর্বনাশ।

রন্টিদা, আমাদের জি হুজুর, করেন সকলের মঙ্গল, নেই কোন দ্বিমত,
তাই বলি,আগু পিছু না ভেবে দিয়ে দেবে সহমত।

বলেছিলাম সেই বার, নিপাত যাবে তোমার ঘড়বাড়ি,যদি কর ছল চাতুরী,
শুধরে নাও নিজেকে, যত পার তাড়াতাড়ি।

নইলে হবে বিপদ ঘোড়, যেনো তুমি নিশ্চিত,
মানে মানে দিয়ে দাও টিপ ছাপ,
নইতো ভবিষ্যত অনিশ্চিত।

শুনে মোর হয় ওষ্ঠাগত প্রাণ,জানিনা কেমনে পাব পরিত্রাণ।

____________________________________________

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *