🌞 সূয্যিমামা 🌞
(শিশুতোষ কবিতা )
✍ঝুমা দত্ত
সূয্যি মামা,সূয্যি মামা
করছো কেন রাগ,
দেবো তোমায় চকলেট, আইসক্রিম
আমার থেকে ভাগ।
ঝরছে দেখো আগুন বেয়ে
হল নাকটি তোমার লাল,
তোমার জন্য যাই না স্কুলে
বাড়িতেই থাকি আজকাল।
ভালো কি লাগে সারাদিনটা
বন্দি ঘরের কোণে,
বন্ধুদের সাথে হয় না দেখা
কথা বলি শুধু ফোনে।
ঠাম্মি বলেন সারাটা দিন
সেদ্ধ হয়ে গেল,
সূয্যিমামা কষ্ট দিয়ে
কি খুশিটা পেল !
মা বলেছেন রাগের কারণ
বুঝেছি কেন রাগ,
গাছপালা সব কেটে কুটে
ঘর করেছি ফাগ।
জলের অপচয় হয়নি বন্ধ
কালো ধোঁয়া উড়িয়েছি আকাশে,
দিন দিন নাকি আমাদেরই দোষে
তুমি গরম ঢেলেছো বাতাসে।
এই দেখো মামা বাগান ভরে
লাগিয়েছি কত গাছ,
তাদের দায়িত্ব নিলাম আমিই
শপথ করছি আজ।
********
আমরা প্রত্যেকেই যদি অন্তত একটি গাছেরও দায়িত্ব নিই এবং পরিবেশ সুস্থ রাখার সামান্য চেষ্টা করি তবেই ফোঁটা ফোঁটা উদ্যোগে পৃথিবী আবার নিজ রূপে পূর্ণ হবে।