Jayashree Basu

Jayashree Basu

জীবনের গল্প, নিজেকে খোঁজার গল্প

কুড়িটি গল্পের সংকলন ‘মিতাসু’। ৬৪ পাতার বই। প্রকাশক বারাসাত সংস্কৃতি পরিষদ, কলকাতা ১২৬। লেখিকা গ্রন্থটি উৎসর্গ করেছেন ওনার পিতৃ প্রতিম শম্ভুনাথ ঘোষ, এবং মাতৃ প্রতিম পূরবী ঘোষ মহাশয়াকে।

রচনাগুলোকে ঠিক কাহিনী বলা যায় কিনা সেটা নিয়ে ভাবা যেতে পারে, আবার এগুলো অণুগল্পের পর্যায়েও পড়বে না। ‘ছায়া-সূর্য’, ‘ই-মেল’, ‘কুন্তী’, ‘জাতিস্মর’, ‘মনোবীক্ষণ’ প্রভৃতি এক বিচিত্রধর্মী সাহিত্যসৃষ্টির নিদর্শন এই অসাধারণ কাব্যময় গল্পগ্রন্থখানি। চিরাচরিত গল্পের পর্যায়ে এই রচনাগুলিকে অন্তর্ভূক্তিকরণ করা সম্ভব না। লেখিকা অনন্য মুন্সিয়ানার সঙ্গে ছোট গল্পের প্রচলিত ধ্যান-ধারণাকে ভেঙেচুরে নিজস্ব স্টাইলে আমাদেরকে গল্প শুনিয়েছেন, যে গল্প আমাদের রোজকার পথ চলা জীবনের বিভিন্ন বাঁক থেকে উঠে আসা, দুঃখ-সুখের আবেগমথিত, বাস্তবতার নিটোল ছায়ায় আশ্রিত আমাদেরই নিজেদেরই কথা, যার মধ্যে আমরা আমাদের নিজেদেরই খুঁজে পাই। জয়শ্রী বসুর লেখায় ভাষার প্রাঞ্জলতা, নান্দনিকতা ভাবনার গভীরে গিয়ে ঠেকে। নিবিড় আন্তরিকতার জারকরসে জারিত হন পাঠক, পাঠ শেষ হয়ে গেলেও লেখাগুলোর অনুরণন মনের মধ্যে থেকে যায় চিরস্থায়ীভাবেই, ঘর বাঁধে অনন্তকালের জন্যেই।

লেখক হিসেবে আমি অল্প হলেও বিভিন্ন ধরনের গল্পের রসাস্বাদন করেছি। প্রত্যেকের সৃষ্টিই তাঁদের নিজস্বতায় যথেষ্টই স্বতন্ত্র, এবং অবশ্যই আমাদের রক্ষণশীল সাহিত্যসমাজ কর্তৃক প্রবলরূপেই গৃহীত। তথাপি, এমন নির্মল স্নিগ্ধ রচনা পূর্বে কখনও পড়েছি বলে মনে হয় না। একাধিকবার পড়ার পরেও সময়বিশেষে যে বইগুলো বারংবার পড়ি, ‘মিতাসু’ তাদের মধ্যে অন্যতম। আলোচ্য বইয়ের গল্পগুলো সময়ের নিটোল ছবি, যেন বিরাট আকাশের মহান আশ্রয়ে ছাওয়া প্রকৃতি প্রেমের একতারায় বহমান আলো-ছায়া জীবনের মেঘ-রোদ্দুর আঁকা অবিস্মরণীয় মননশীল স্থাপত্য সৌকর্যে
নির্মিত এক শান্ত সুন্দর বেভুলা নদী, যেখানে কোনো আওয়াজ নেই, অনাবশ্যক কলহের বিরক্তি নেই, আছে অনুভাবের কুলকুলু পাহাড়ি স্রোত, আছে অনির্বাণ আনন্দ, এখানে বিরাজ করছে পরম শান্তি যা পড়তে পড়তে ভেসে উঠবে, ধরা দেবে পাঠকের চোখের সামনে, পাঠক-পাঠিকা শরিক হবেন এই সাহিত্যশৈলীর ভাবুকতার আবেগী মায়াপাশে। না, আর অতিকথন নয়। পাঠকরাই কালের শ্রেষ্ঠ বিচারক। আপনাদের হাতেই অর্পন করলাম অসাধারণ এই অর্ঘ্যটিকে। পড়ুন, ভালো লাগবেই।

বর্ষীয়ান সাহিত্যিক শ্রদ্ধেয়া জয়শ্রী বসু পেশায় কাউন্সিলর হলেও মননে চিত্রকর, গল্পকার, কবি, আবৃত্তিকার। ওনার অসামান্য সাহিত্যসৃষ্টি ‘বসুমতি’, ‘শুকতারা’-তেও যেমন প্রকাশিত হয়েছে, তেমনি বেতারেও স্বরচিত কবিতা আবৃত্তি করেছেন। শ্রদ্ধেয় শম্ভুনাথ কোষের তত্ত্বাবধানে ওনার দুটি কবিতা গ্রন্থ এবং দুটি গল্পগ্রন্থ পুর্ব প্রকাশিত। কলকাতার সম্ভ্রান্ত দত্ত চৌধুরী পরিবারের সন্তান হলেও বিবাহসূত্রে বর্তমানে গড়িয়ায় পরিবারের সঙ্গে বসবাস। এ তো গেল সাহিত্যিক পরিচিতি। সর্বোপরি উনি একজন ভালো মনের মানুষ, একজন স্রষ্টা হয়ে উঠতে যেটা সবার আগে দরকার।

প্রচ্ছদের ছবিটিও শ্রদ্ধেয়া জয়শ্রী বসুর নিজের হাতেরই আঁকা। এমন ব্যতিক্রমী চিন্তাসম্ভার উপহার দেওয়ার জন্য লেখিকার অনেক অনেক ধন্যবাদ প্রাপ্য। এমন রচনা পাঠক আরও প্রার্থনা করে। সাহিত্যের জয় হোক।

বইঃ মিতাসু
লেখিকা – জয়শ্রী বসু
প্রকাশকঃ বারাসাত সাংস্কৃতিক পরিষদ,
কলকাতা-১২৬,
প্রথম প্রকাশঃ কলকাতা বইমেলা ২০১৯,
মূল্য-১২৫ টাকা

আলোচক – অমিতাভ সরকার
বারাসাত, কলকাতা-৭০০১২৪

লাইব্রেরি শার্ট খোলো, তৃষ্ণা বসাক

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *