হৃদয়ের বাংলাদেশ
জান্নাতুল নাঈম
হাজার কবির কাব্য নিয়ে
সোনালি শস্যের ঢালে,
প্রহর পার হয় প্রহরে
চেনা-অচেনা গুণগুণিয়ে।
জাত,ধর্ম, সংস্কৃতি
সব ভিন্ন নাহি
একসাথে থাকি মোরা
এক পায়ে হাটিঁ।
হঠাৎ, মেতে উঠে স্রোতে
বাউয়াল-ভাটিয়ালির তালে
সব ক্লান্তি এক হয়ে।
তবুও, স্বপ্ন জাগে বারবার
নিত্য নতুন সাজাবার,
মোদের স্বপ্নের রাজ্যপুরি
লাল সবুজের উড়ন্ত পাখি।
প্রজাপতির ভালোবাসায়
বাহারি রঙের বাসনায়
সাজিয়ে তুলবো ভুবন মাঝে,
হৃদয়ে ঠাঁই দিয়েছি যার
বলেছি জন্মভূমি সে আমার!
সেই তো আমার আবেগ
আমার প্রিয় দেশ
হৃদয়ের বাংলাদেশ!