Jahangir Hossain Chowdhury

পথশিশু
জাহাঙ্গীর চৌধুরী

ওরা আদম সন্তান,নহে পশু,
পথে থাকে তাই পথশিশু।
রবির উদয়াস্ত হেঁটে বেড়ায় শ্বন সনে ডাস্টবিনের কিনারায়,
একমুঠো পরিত্যক্ত অন্নের ভরসায়।
যদি পায় উদরভর্তি খায়,
বিষক্রিয়ায় কখনো কখনো নিঝুম নিশিতে প্রাণ হারায়।
শিশিরের শব্দে সন্ধ্যা আসে খোঁজে মাথা গোঁজার ঠাঁই।
গগনতলে তরুতলায় ঝড়বৃষ্টিতে পশুপাখির সাথে নিশি কাটায়।
সরকারি ঘরে ওদের নামের নেই কোনো খতিয়ান,
নেই কোনো অনুদান।
সবাই যদি দানের হাত বাড়ায় উদার ভালোবাসায়।
ওরাও একদিন আলোকিত মানুষ হবে শিক্ষাদীক্ষায় এ মনোহর ধরায়।
মুছবে পথশিশুর নাম,
বাড়বে মানবতার দাম।।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *