
হৈমন্তিক প্রাণ
জাহাঙ্গীর চৌধুরী
হৈমন্তিক প্রাণ নবান্নের ঘ্রান
এলো কার্তিক দেশে।
নবান্নের গান গাইব সবাই
খোশে মিলেমিশে।
বেলা শেষে শিশির এসে
ঘাসের শীষে ভাসে।
সকাল বেলায় রাঙা প্রভায়
চিকচিকিয়ে হাসে।
মায়েরা সব প্রাতঃকালে
বানায় নানান পিঠা।
খেজুরের রস সঙ্গে থাকলে
খেতে দারুণ মিঠা।
রাস্তার ধারে উড়ে নিত্য
হরেক পিঠার ধোঁয়া।
আসতে যেতে ভোজনরসিক
লাগায় হাতের ছোঁয়া।
নবান্নের এ উৎসব বাংলায়
অন্যরকম উচ্ছ্বাস।
সবার ঘরে বয়ে বেড়ায়
নবান্নের এই সুবাস।
ঈদগাহ, চট্টগ্রাম।