
আয়রে খোকন ঘরে
জাহাঙ্গীর চৌধুরী
বেলা গেল সন্ধ্যা হল
খোকন’রে তুই কই ?
চারিদিকে শিয়াল ডাকে
কেমনে আমি রই ?
ভেজেছি আজ তোর পছন্দের
কাল ধানের খই।
সাথে আছে কাল গাভীর
মিষ্টি দুধের দই।
আয়রে খোকন ঘরে ফিরে
খেতে হবে সব।
না-হয় আমি কষ্ট পাব
বাড়বে শোকের রব।
তুই যে আমার মাথার মণি
ভবে প্রাণের প্রাণ।
গৃহে এলে শোনাবো আজ
মজার মজার গান।
ঈদগাহ, চট্টগ্রাম।