GM Musa

কখন আসবে রাতের শেষ ট্রেনটি?

জিএম মুছা।

তাং – ২৮/০৫/২০০৬ ইং

পৃথিবীর মাটি পুড়ে পুড়ে এখন খাক, জ্বলছে আগুন নিভানোর কোনো অবকাশ নেই। পুড়ে ছাই গোটা বিশ্ব বিবেক। জ্বলছে আফগান-ইরাক বাংলাদেশে, প্রজ্জ্বলিত প্রতিহিংসার রোষানলে। বাতাসে এখন দস্তা, শিষা, ফসফরাস,গন্ধক ভেসে বেড়ায়, প্রচন্ড রোদ্দুরের খরতাপে হয় বিস্ফোরণ, নদীর ঢেউয়ের সাথে উপচে পড়া বাতাসের। ছুটছে মানুষ বিষাক্ত ধোঁয়ার মধ্যে বাস-ট্টাম,লরি জাহাজ, ইষ্টিমারে, আকাশ ছোবে বলে, ব্যাবিলনের শূন্য উদ্যানে, পৃথিবীর শেষ স্টিশনের অসংখ্য যাত্রী, রাত্রির প্রহর গোনে,কুয়াশা ঝরা শীতের ঝাঁপসা আলোয়, রাত্রির মতো উৎকন্ঠা নিয়ে! কখন আসবে রাতের শেষ ট্টেনটি!!সমাপ্ত)

যোগাযোগ: 
রওশন আলী স্মৃতি   ভবন,৩য় তলা, ০৮ নম্বর কক্ষ,৩ মুজিব সড়ক, যশোর-৭৪০০। কোতয়ালী মডেল থানা,সদর- যশোর-৭৪০০।
মোবাইল: ০১৭১১০৪৭১৪০
Gmail: gmabumusa 89@gmail.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *