Ganesh Bhattacharya

Ganesh Bhattacharya

শিক্ষক
গণেশ ভট্টাচার্য

কোনও কোনও মানুষ
আমাদের ” মানুষ ” হতে শেখান ।

যেমন , অঞ্জলি রায়
একটি স্কুলের প্রধান শিক্ষিকা
অবসরের দিন
নিজের পি. এফ. – এর সমস্ত টাকা
ভবিষ্যতের সবটুকু সঞ্চয়
দিয়ে দিলেন সেই স্কুলে
যেখানে তিনি এত দিন পড়িয়েছেন
শিক্ষা দিয়েছেন বহু গরিব – দুঃস্থ ছাত্রছাত্রীদের , যারা
তিনি না থাকলে
শিক্ষার আলোই পেত না ।

কোনও কোনও মানুষ
লোভ লালসা প্রতিহিংসা ষড়যন্ত্র দুর্নীতি… এই সব
অন্ধকারের বিরুদ্ধে আমাদের বেঁচে থাকতে শেখান

” মানুষ ” হতে শেখান ।

গণেশ ভট্টাচার্য
৩৩ বি , বড়িশা পূর্বপাড়া
পোঃ – ঠাকুরপুকুর
কলকাতা – ৭০০০৬৩

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *