Farida Begum

কখনো কখনো সব কথার জবাব দিতে নেই,
সময় সময় নীরবতার মাঝে–
নিজেকে বুঝে নিতে হয়,
এইভাবেই নিজেকে ধৈর্য্যের সাথে
শক্তিশালী করে সব কিছুই সয়,
সম্মান বাঁচাতে কখনো কখনো
নীরব থাকতে হয়।

সব যুদ্ধে এগিয়ে যেতে নেই,
জয়ের জন্য–
কখনো কখনো নিজেকে পিছিয়ে নিতে হয়,
সব সময় মায়ার জালে থাকতে নেই,
আপন জনের ভীতকে শক্ত করার জন্য
নিজেকে ঐ জায়গা থেকে
সরে যেতে হয়।

সব সময় সম্পর্ক আকড়ে ধরতে নেই,
কখনো কখনো সম্পর্ক বাঁচাতে–
দুরত্বকে কাছে ধরে রাখার জন্য,
নিজেকে দূরে রাখতে হয়।।

— ফরিদা বেগম 🌿
সুন্দর সম্পর্কের জন্য
——-১৮. ০৫.২০২২

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *