১.
ক্ষমতা
ফাইয়াজ ইসলাম ফাহিম
ক্ষমতা নিয়ে দম্ভ না করাই ভালো
দম্ভ কেড়ে নেয় মনুষ্যত্বের আলো
ক্ষমতা থাকে না কারো চিরকাল
ক্ষমতা সুখ- আনন্দের যৌবনকাল।
ক্ষমতা নিয়ে কিসে দেখাও ভয়
ক্ষমতা থেকেও একদিন হবে পরাজয়
ক্ষমতা নিয়ে করো না খেলা
নচেত ক্ষমতা হবে যে হৃদপিণ্ডের জ্বালা।
ক্ষমতা দিয়ে মমতা খোঁজ
ক্ষমতা দিয়ে মানুষ কে বোঝ,
ক্ষমতা হোক পাপের ওঝা
ক্ষমতা দিয়ে কমাও মানুষের পাপের বোঝা।
ক্ষমতা স্রষ্টা করেছে তোমায় দান
ক্ষমতার অপব্যবহার স্রষ্টার অপমান,
ক্ষমতা ব্যবহার করো মানুষের কাজে
যে কাজের সততায় পাপ থাকে লাজে।
২.
দাদা
ফাইয়াজ ইসলাম ফাহিম
দাদা ডাকলে মনে লাগে শান্তি
দাদা ডাকলে দূর হয় মনের কষ্ট- ক্লান্তি,
দাদা ডাকলে পর হয় আপন
দাদা ডাকে মনে ভালবাসা হয় বপন।
দাদা ডাকে রাগ হয় ক্ষয়
দাদা ডাকে মন করা যায় জয়,
দাদা ডাক বড্ড মিষ্টি
দাদা ডাক অন্তরে আনন্দ করে সৃষ্টি।
দাদা ডাকে মনের তিক্ততা হয় দূর
দাদা ডাকে মন ভালবাসায় হয় ভরপুর,
দাদা ডাকে মনোমালিন্য চলে যায়
দাদা ডাকলে সকল শক্তি মন পায়।
সম্পাদক
ফাইয়াজ ইসলাম ফাহিম
famouspoet.net