Dr. Mahitosh Gayen

#আমন্ত্রণপত্র
[INVITATION LETTER]

প্রিয় সাথী,
আগামীকাল আমাদের সংগঠনের অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আলোচনাচক্র বেলা 3 টে তে শুরু। এই অনুষ্ঠানকে সর্বাঙ্গীণ রূপ দেওয়ার জন্য সকলের সহযোগিতা আশা করছি।কোন ফী লাগবে না । আপনারা আপনাদের ছাত্র-ছাত্রী, বন্ধুবান্ধব ,পরিচিত জন এবং সোশ্যাল মিডিয়াতে এটিকে পোস্ট করবেন এবং প্রচার ও প্রসার ঘটাবেন। তিনজন অত্যন্ত খ্যাতনামা বক্তা আগামীকাল বক্তব্য রাখবেন, এছাড়াও আমাদের দুজন ইসি সদস্য ও বক্তব্য রাখবেন। এই উপলক্ষে একটি প্রোগ্রাম সিডিউল অনতিবিলম্বে পোস্ট করব। আগামীকালের ওয়েবিনারের একটি trial run আজ বেলা ১২ টায় দেবো। আপনারা চাইলে এটাতে অংশগ্রহণ করতে পারেন।
বিশেষ দ্রষ্টব্য: participation certificate প্রদান করা হবে তাদেরকেই যারা ফিডব্যাক ফর্ম ওয়েবিনারের শেষে পূরণ করবেন। Duration of the seminar will be mentioned in the certificate.
-Dr. Mahitosh Gayen, Secretary, Garia Suchintan Society for Culture

2 thoughts on “Dr. Mahitosh Gayen”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *