জোনাকিদের সাথে ঘর-সংসার
মহীতোষ গায়েন
অনন্ত নক্ষত্রের আলোর জন্য অম্লান প্রতীক্ষা
নক্ষত্র আসেনি,আসেনি কোন ফুল,পরী,প্রেম,
দিন যায়,রাত আসে,মাস আসে,প্রাণ আসে না,
অনেক কথা বলার ছিল,কিছু বলা হলো না।
অবশেষে জোনাকিরা একে একে চলে এলো
আলোয় ভরে উঠলো চরাচর,রাতের আকাশ…
এত আলো চারিদিকে,এত প্রাণ চারিদিকে…
অথছ শান্তি নেই,সুখ নেই,কোথায় যেন শূন্যতা!
কথা হলো,মত বিনিময় হলো,একটা নতুন পৃথিবী
একটি নতুন স্বপ্ন,একটা নতুন প্রত্যাশা,অঙ্গীকার…
প্রতি রাত আসে,জোনাকিরা আসে,কথা হয়,সুখ
অথবা দুঃখের,প্রাপ্তি অথবা অপ্রাপ্তির,শেষ হয় না।
জোনাকিরা বলে গেল আমরা আলো দিই,শান্তি
পাই না,আমরা সান্ত্বনা দিই,স্বস্তি পাই না,সাহস
জোগাই ভরসা পাইনা,চারিদিকে এত অন্ধকার,
এত অস্থিরতা,এত অসহিষ্ণুতা,এত প্রেমহীনতা!
জোনাকিরা বলে গেল,সব হিংসা ভুলে যাও,সব
দ্বন্দ্ব ভুলে যাও মানুষ,শান্তির গাও ও মৈত্রীর গান
গাও,পরিশুদ্ধ হোক শরীর,হাজার বছর ধরে তাই
জোনাকিদের সাথে বেঁচে থাকা ও ঘর-সংসার ।
Related Posts
অনন্ত প্রতীক্ষায় এখনাে প্রহর গুনি
Leave a Comment
/ অবস্থা ব্যতিক্রম নয়, কবিতা / January 5, 2019 January 5, 2019 / By
sahitya patrika