Dr. Mahitosh Gayen

একদিন
মহীতোষ গায়েন

একদিন স্বৈরতন্ত্র কথা বলবে…
একদিন গণতন্ত্র কথা বলবে…
একদিন সত্যরা সামনে আসবে,
চিৎকার করে মিথ্যেকে শাসাবে।

একদিন ঈশ্বর ও মানুষের সন্ধি হবে;
ভূত,পেত্নী,দৈত্য-দানোরা উপবাসী হবে,
একদিন জোর লড়াই হবে অস্তিত্বের…
শুভ শক্তির জয় হবে অশুভ বিনাশে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *